দশম শ্রেণি
বিষয়ঃউচ্চতর গণিত তারিখঃ২৮/০৯/২০
১। বেগম রোকেয়া ছাত্রীদের মধ্যে বিচিত্রা, সন্ধানী, ও পূর্বাণী পত্রিকার পাঠ্যাভাস সম্পর্কে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেল 60% ছাত্রী বিচিত্রা, 50% ছাত্রী সন্ধানী,50% ছাত্রী পূর্বাণী, 30% ছাত্রী বিচিত্রা ও সন্ধানী, 30% ছাত্রী বিচিত্রা ও পূর্বাণী, 20% ছাত্রী সন্ধানী ও পূর্বাণী এবং 10% ছাত্রী তিনটি পত্রিকাই পড়ে।
ক) উদ্দীপকের তথ্যটিকে ভেনচিত্রে দেখাও।
খ) শতকরা কত জন ছাত্রী পত্রিকা তিনটির কোনটিই পড়ে না?
গ) শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকাগুলোর মধ্যে কেবল
দুইটি পড়ে।
২| নাসিম সাহেব একজন গণিত শিক্ষক। তিনি একদিন উপকরণ নিয়ে শ্রেণি কক্ষে প্রবেশ করেন।১ম উপকরণটি মুদ্রা এবং ২য় উপকরণটি ছক্কা।
K. নমুনা ক্ষেত্র ও নমুনা বিন্দু কী?
L. ১ম উপকরণটি তিন বার নিক্ষেপ করা হলে, Probability tree তেরী করে নমুনা ক্ষেত্রটি দেখাও।
M. নাসিম সাহেবের উপকরণ দুইটি একবার নিক্ষেপ করা হলো।Probability tree ব্যবহার করে নমুনা ক্ষেত্রটি লিখ এবং মুদ্রায় H ও ছক্কায় ৫ আসার সম্ভাবনা কত।
র্নৈব্যত্তিক অংশ |